ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের জন্য মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Nov 19, 2025 - 12:17
 0  3
ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের জন্য মানববন্ধন

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক ট্রাভেল এজেন্সি মালিক।

মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন, খসড়া আইনে ১০ লাখ টাকার জামানত এবং বিটুবি (এক এজেন্সি থেকে অন্য এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর জন্য বড় ধরণের সংকট সৃষ্টি করবে। তারা জানান, এই ধারা নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকেও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow