শোক প্রকাশ করে নরেন্দ্র মোদির স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্কঃ
Nov 17, 2025 - 17:19
Nov 17, 2025 - 18:40
 0  13
শোক প্রকাশ করে নরেন্দ্র মোদির স্ট্যাটাস

সৌদি আরবের মদিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) মদিনা ও বদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্যাংকার লরির সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তিনি বলেন, "মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।" তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মোদি আরও জানান, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওমরাহযাত্রী বহনকারী বাসটি মক্কা থেকে মদিনা যাচ্ছিল। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। ট্যাংকার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় নিহত সকল যাত্রী ভারতের হায়দরাবাদের বাসিন্দা। দুর্ঘটনায় মোহাম্মদ আবদুল শোয়াইব নামে মাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন যে, রিয়াদ ও জেদ্দায় অবস্থিত ভারতীয় মিশনগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য জেদ্দায় ভারতীয় কনস্যুলেটে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow