মাদক কারবারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ডা. সালাউদ্দিন বাবুর

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Nov 25, 2025 - 20:48
 0  9
মাদক কারবারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ডা. সালাউদ্দিন বাবুর

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, “যারা মাদক কারবারীদের নিয়ে রাজনীতি করেন, নির্বাচনের পরে তাদের বিএনপিতে কোনো ঠাঁই থাকবে না।”

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার ঈদগাহ মাঠে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, “নেত্রী দুর্দিনে দেশ ছেড়ে পালাননি। তাঁর লন্ডনে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি দেশবাসীর কথা ভেবে যাননি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সর্বদা দেশে থেকেই সংগ্রাম করেছেন, এমনকি কারাবরণও করেছেন। এই ত্যাগ-তিতিক্ষার কারণেই জনগণের ভালোবাসা ও আস্থা তাঁর প্রতি অটুট। তাই জনগণ এই আস্থার জায়গা থেকে ধানের শীষে ভোট দিয়ে তাকে আবারও দেশ পরিচালনার সুযোগ করে দেবেন।”

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, যুগ্ম-আহ্বায়ক বদরুল আলম সুমন, কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন পাঠান, কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী তুহিন মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে নির্বাচন মাঠে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow