কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 25, 2025 - 20:21
 0  5
কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

সমাবেশে বিদ্যালয়ে ভর্তি বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি, পরীক্ষার ফলাফল উন্নয়ন, ঝরে পড়া রোধসহ সামগ্রিক শিক্ষা পরিবেশ উন্নত করার বিষয়ে আলোচনা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

সহকারী শিক্ষক যুথী মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহজাহান এবং শিক্ষক প্রতিনিধি ফাতেমা জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সুমন, মোঃ মাসুদ আলম, সহকারী শিক্ষিকা সুদীপ্তা চাকমা, তানিয়া সুলতানা মিলিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow