বেগমগঞ্জে দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চৌমুহনী শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে দুটি ইউনিয়নের নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনাররা। বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন (রেজি: কুমি-০৩০)–এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলা লোডআনলোড শ্রমিক ইউনিয়ন (রেজি: কুমি-১০১)–এর নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নুর হোসেন।
লোডআনলোড শ্রমিক ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকের হোসেন (নিশান)। সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, অর্থ সম্পাদক আক্তার হোসেন, অফিস ও প্রচার সম্পাদক মো. জাকের হোসেন এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপস্থিত শ্রমিকদের মধ্যে সন্তোষের আমেজ লক্ষ্য করা যায়।
দোকান কর্মচারী ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ এবং সহ-সভাপতি ইসমাঈল হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু ছায়েদ এবং সহ-সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম। সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. শহীদুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, মো. নাঈম, মো. রফিক এবং মো. রবিউল আলম।
নির্বাচন শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলা উপদেষ্টা বোরহান উদ্দিন, আলা উদ্দিন ও এডভোকেট মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি ও জেলা ট্রেড ইউনিয়নের সম্পাদক অলি উল্ল্যা ইয়াসিন। পুরো নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ