নওগাঁর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাপাহারে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। এজন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হবেন বলে তিনি প্রত্যাশা করেন।
নবাগত জেলা প্রশাসক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে কর্মকর্তা–কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ