পর্যটনে নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 25, 2025 - 20:04
 0  7
পর্যটনে নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে উপজেলা প্রশাসন। আগামী বুধবার থেকে পর্যটকদের জন্য বংড পাথর ও ক্যাপজাহ্ চং পর্যন্ত ভ্রমণ উন্মুক্ত করা হবে। প্রশাসনের আশ্বাস ও সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড অনিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ–আল–ফয়সাল।

সভায় জানানো হয়, জেলার ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সুপারিশ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে পর্যটন এলাকা রেমাক্রি খালের ঙাফাঁখুম পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি পর্যালোচনা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে পৌঁছালে তা উন্মুক্ত করা হবে বলেও আশ্বস্ত করেন ইউএনও।

এ ছাড়া পর্যটকদের নিবন্ধন ও তথ্যসেবা ওয়ান–স্টপ সার্ভিসের মাধ্যমে সম্পন্ন করা, ইঞ্জিনচালিত নৌকায় লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা, একক তথ্যকেন্দ্র থেকে গাইড ও নৌকা ভাড়া নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

ইঞ্জিন নৌকা ভাড়া: ৩,০০০ টাকা

গাইড ফি: ৮০০ টাকা


সভায় উপস্থিত সকল পর্যটন সংশ্লিষ্টজন এসব সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।

ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, “উপজেলা প্রশাসনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আজ সন্ধ্যা থেকে আমাদের কর্মবিরতি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছি। প্রশাসনের নীতিমালা মেনে আমরা কাজে ফিরে যাব।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, এনএসআই–এর উপপরিচালক এম. শাবের উল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, রেমাক্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা এবং ট্যুরিস্ট গাইড সমিতির নেতারা।

গত শুক্রবার ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি অনিদিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়ে ঙাফাঁখুম পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি তোলে। এর পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে আজকের এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow