রাণীনগরে মৎস্যজীবির বাড়িতে অগ্নিকাণ্ড সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক মৎস্যজীবির ইটের দু’তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাড়ির ছয়টি কক্ষসহ আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ধান–চালসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা বলে গণনা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন প্রথমে বাড়িতে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে গ্রামবাসি এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। একপর্যায়ে আগুন পাশের আজাদ ও জহিরের বাড়িতেও ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্রামবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে রজব আলীর দুইতলা টিনের চালা, ছয়টি রুম এবং ঘরে থাকা টিভি, ফ্রিজ, ধান–চালসহ নানা জিনিসপত্র পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, “বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।” তিনি আরও জানান, গ্রামবাসি একযোগে এগিয়ে না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। তারপরও পাশের দুই বাড়ির কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তবে গ্রামবাসি আগেই আগুন নিয়ন্ত্রণে আনায় মাঝপথ থেকেই তাদের ফিরে আসতে হয়। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ