ফরিদপুরে মাদরাসাছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 26, 2025 - 14:57
 0  20
ফরিদপুরে মাদরাসাছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে শিশুটির দুলাভাই শামীম বেপারীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (রাতে) ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম বেপারী সদরপুর উপজেলার চরচাঁদপুর কোলপাড় এলাকার শাহজাহান বেপারীর ছেলে।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় আল এহসান ইসলামীয়া মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৭ নভেম্বর বিকেলে সদরপুর থানার ভুইয়া ডাঙ্গী এলাকায় আফসার কাজীর কাঠ বাগানে ঔষধি গাছ তোলার কথা বলে শিশুটিকে নিয়ে যান শামীম বেপারী। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

ঘটনার পর শিশুটির মা খোঁজ নেওয়ার জন্য মাদরাসার শিক্ষিকার কাছে ফোন করলে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা ও মামা ছত্তার খান মাদরাসায় গিয়ে বিস্তারিত শোনেন। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি শামীম আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শামীম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow