থানচিতে গৃহপালিত প্রাণীর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 26, 2025 - 16:42
 0  10
থানচিতে গৃহপালিত প্রাণীর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নে গৃহপালিত প্রাণী রোগ প্রতিরোধের (টিকা) ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে থানচি সদর ইউনিয়নের টিএন্ডটি পাড়া প্রাঙ্গণে এই ভ্যাকসিন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম।

ভ্যাকসিন ক্যাম্পের কার্যক্রম স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ ও সিকোর্স ক্যাথলিক ফ্রান্সের অর্থায়নে পিএইপি-৩ প্রকল্পের আওতায় পরিচালিত হয়েছে। কারিতাসের পিএইপি-৩ প্রকল্প কর্মকর্তা জানান, হাঁস-মুরগির নিউক্যাসেল, রানিক্লেট বা বার্ড ফ্লু, গরু-ছাগলের ব্ল্যাক কোয়ার্টার, পিপিআর, অ্যানথ্রাক্সসহ নানা রোগ প্রাণী হত্যা করতে পারে এবং চিকিৎসার অভাবে এগুলোতে মৃত্যু ঘটে।

প্রকল্পের আওতায় থানচি ও বলিপাড়া ইউনিয়নের ২৬টি গ্রামে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রায় তিন হাজার পরিবারকে হাঁস-মুরগি, গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত প্রাণীদের সুস্থ্য ও বাঁচিয়ে রাখার দায়িত্ব নেওয়াসহ টিকা প্রদান নিশ্চিত করতে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মহিলা বিষয়ক কার্যালয়ের ভিজিডি কর্মসূচীর আওতায় প্রায় ১৩০০ পরিবার, বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএসের আওতায় প্রায় ৩০০০ পরিবার এবং কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার পরিবার গৃহপালিত প্রাণী পালন ও নগদ সহায়তা পেয়েছেন। আয়োজকরা মনে করেন, নতুন নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র খামারে টিকা প্রদান করা তাদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে অত্যন্ত জরুরি।

কারিতাসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, এ কর্মসূচি আগামী ২৬ দিন চলবে। প্রথম দিনে টিএন্ডটি পাড়ার ৫৫ পরিবারের মাঝে প্রায় ৩ শত হাঁস-মুরগি এবং ১ শত গরু-ছাগলকে টিকা প্রদান করা হয়েছে।

ভ্যাকসিন ক্যাম্পে উপস্থিত ছিলেন কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, মাঠ সহায়ক পংমে মারমা এবং প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসক রাজু দেব বর্মসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসক রাজু দেব বর্ম বলেন, "টিকা দেওয়ার আগে প্রাণীটি সুস্থ কিনা তা যাচাই করা জরুরি। টিকার ধরন ও সময় এলাকাভেদে পরিবর্তিত হতে পারে। নিয়মিত টিকা প্রদান করলে প্রাণীর রোগের ঝুঁকি কমে, স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow