লামায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ১০ জনের শাস্তি

লামা (বান্দরবান): লামা থানার পুলিশ শনিবার (৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরাখোলা হিন্দুপাড়ায় একটি বসতঘরে চলমান জুয়ার আসরে হানা দেয়। রাত প্রায় ১২টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশ। জুয়ার এ আয়োজনটি মিলন পালের বসতঘরে চলছিল বলে জানা যায়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ১০ জনের মধ্যে ৯ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে ১০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল যে ওই এলাকায় নিয়মিতভাবে জুয়ার আসর বসছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছিল।
লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিদের রোববার দুপুরে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে লামা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
What's Your Reaction?






