ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকাল ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্কঃ
Nov 23, 2025 - 12:53
 0  8
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকাল ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কারিগরি ঝুঁকির বিষয়টি মাথায় রেখে রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ নভেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও এর পরবর্তী ঝাঁকুনি বা ‘আফটারশক’ (Aftershock)-এর ফলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। বুয়েটের বিশেষজ্ঞ দল, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলী মত প্রকাশ করেন যে, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর বর্তমান কাঠামগত অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। ভবনগুলোর সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের স্বার্থেই হলগুলো খালি করা অপরিহার্য হয়ে পড়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বা অফিসসমূহ যথারীতি চালু থাকবে।

উক্ত জরুরি সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow