কাপ্তাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন, র্যালি ও সমন্বয় সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এসব কর্মসূচির সূচনা হয়।
“নারী–কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “আগে সংবাদমাধ্যমে নারী নির্যাতনের খবর বেশি পাওয়া যেত। এখন এসব ঘটনা অনেকাংশে কমে এসেছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় নারী নির্যাতনের হার সমতলের তুলনায় কম।” তিনি আরও বলেন, “নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণরূপে রোধ করতে হলে বাল্যবিবাহ বন্ধ, কন্যাশিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং নারীদের আত্মবিশ্বাসী করে তোলার কোনো বিকল্প নেই।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত।
কর্মসূচিতে কাপ্তাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে নারী নেত্রী, সংগঠক, গণমাধ্যম কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মকর্তাসহ নানা শ্রেণী–পেশার শতাধিক মানুষ অংশ নেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ