আশুলিয়ার পাথালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Nov 23, 2025 - 19:56
 0  5
আশুলিয়ার পাথালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জনগণের ঐক্যই আমাদের শক্তি। সাভার–আশুলিয়ার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের বিশ্বাস।” তাঁর বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের কর্মসূচি ও জনগণের প্রত্যাশার কথা উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোবহান। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে আছেন এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মইনুল ইসলাম বিল্টু, যিনি জনসভায় দলীয় সংগঠনের ভূমিকা এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় তুলে ধরেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব। তাঁরা দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি ও নির্বাচনে মাঠপর্যায়ের নেতাকর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন, আলমগীর কোবির মুন্সি ও আব্দুল হালিম মন্ডল উপস্থিত ছিলেন। তাঁরা স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন।

আশুলিয়া থানা, পাথালিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি জনসভাস্থলকে জমজমাট করে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দলের প্রতি সমর্থন, স্লোগান এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow