জামগড়ায় পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল
আশুলিয়ায় জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন মোল্লার উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খান লিটন এবং সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা চোখ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ শামীম আহমেদ।
সংগঠনের সম্মানিত সভাপতি ও রাজ ফার্মা লিমিটেডের পরিচালক মোঃ নুরুউদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন সুজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পুরাতন ও নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সকল কমিটির সদস্য, সাধারণ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জামগড়া ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ