থানচিতে প্রান্তিক জনগৌষ্ঠিদের বিনামূল্যে চিকিৎসা সেবা 

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Mar 10, 2024 - 19:04
 0  5
থানচিতে প্রান্তিক জনগৌষ্ঠিদের বিনামূল্যে চিকিৎসা সেবা 

প্রান্তিক পর্যায়ে জনগৌষ্ঠি হত দরিদ্র, অসহায়দের গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে ঔষধ চিকিৎসা সেবা দিচ্ছে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। গত শনি ও রবিবার  (৯ -১০ মার্চ) দুই দিন ব্যাপী বান্দরবানের থানচি উপজেলার প্রত্যন্ত ক্ষুদ্র নৃগৌষ্ঠি পাড়ায় ভ্রাম্যমাণ মা ও শিশু, প্রাপ্ত বয়স্ক এবং জটিল  রোগীদের  প্রাথমিক পরীক্ষা, ঔষধ বিনা মূল্যের চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহায়তা দিয়েছে। বয়স্ক জটিল হারনিয়া ও হাইড্রোসিল ৬ জন রোগীকে শহরে নিয়ে অপারেশনের ব্যবস্থা গ্রহন করা হয়। 
স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজনের অংপুং ম্রো পাড়া, রুমবেত ম্রো পাড়া, হাইল মারা পাড়া,বলিপাড়া, ক্যচু পাড়া,মংনাই পাড়া, দাকছৈ পাড়া, কমলা বাগান পাড়া,মেনরোয়া ম্রো পাড়া, সাকখয় ম্রো কমন্ডার পাড়া, হৈতং খুমী পাড়া দুই শতাধিক নর- নারী, শিশু কিশোর এবং জটিল রোগের আক্রান্ত রোগীরা অংশ নেন।   দারিদ্র গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের  মানবতার সেবায় অঙ্গীকারের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লি: (বিএসআরএম) সহযোগীতায় বিনা মূল্যের চিকিৎসা ক্যাম্পের সর্বাক্ষনিক রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মেহেরাব হোসেন, নার্স মেথোয়াই মারমা, উশৈসিং মারমা, উবাথোয়াই মারমা, এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রোগ্রাম ম্যানাজার ভাননুন সিয়াম বম প্রমূখ। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow