নোয়াখালীতে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’—এই স্লোগানকে সামনে রেখে ভরা মৌসুমে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিও প্রকল্পের সমন্বয়ক আরাফাত হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে ধানের ভরা মৌসুম চললেও চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা বলেন, চলতি বছর আমন ও বোরো ধানের ভালো উৎপাদন হলেও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না, অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে।
বক্তারা অবিলম্বে চালের দাম নিয়ন্ত্রণে আনা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি সংস্কার কমিশন গঠনের দাবি জানান। সেই সঙ্গে কৃষিপণ্য সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
What's Your Reaction?






