ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুষ্মিতা সাহা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তাঁরা বলেন, শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক এবং তাঁদের হাত ধরেই একটি শিক্ষিত ও উন্নত জাতি গড়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁদের পেশাগত মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, "শিক্ষকদের সম্মানিত করার মাধ্যমেই একটি সভ্য ও উন্নত সমাজ গঠন করা সম্ভব।" তিনি ফরিদপুরের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।
বেলা ২টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালি ও আলোচনা সভা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
What's Your Reaction?






