ফরিদপুরে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 24, 2025 - 13:03
 0  5
ফরিদপুরে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ফরিদপুর আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সমিতির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত প্রজ্ঞাপনটি বাতিলের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আইন পেশার স্বার্থরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow