ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 21, 2025 - 17:12
 0  2
ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তার। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সামাদ এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। তারেক রহমান প্রবর্তিত ৩১ দফার অন্যতম দফা হলো স্বাস্থ্য সেবা। দেশের কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

বক্তারা কামাল ইউসুফের ফরিদপুরের সাবেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে স্বাস্থ্যখাতে তার অবদান তুলে ধরেন। তারা বলেন, তাঁর পরিবার একটি রাজনৈতিক পরিবার, যারা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।

বক্তারা আরও বলেন, মানুষ কী চায় তা বুঝতে হবে এবং সব সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এতে ফরিদপুরবাসী উপকৃত হবেন।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি নায়াব ইউসুফ ফ্রি চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাম্পে পাঁচজন চক্ষু চিকিৎসক পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow