ফরিদপুরে এনসিপি জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে আজ শনিবার (১৭ মে) বিকেল সাড়ে তিনটায় এস এম মান্নান স্কুল অ্যান্ড কলেজে একটি সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৌহিদ আহমেদ আশিক, সাবেক গণঅধিকার পরিষদ নেতা ডাঃ বায়েজিদ আহমেদ শাহেদ, এনসিপি সমর্থক হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সরদার, রেজাউল করিম, রনি মোল্লাসহ প্রমুখ।
বক্তারা বলেন, "আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজেদের সুসংঘটিত হতে হবে। সার্চ কমিটিতে যোগ্য, সৎ ও আদর্শ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। আগামীতে সার্চ কমিটির পরবর্তী ধাপে জেলা কমিটি গঠন করা হবে।"
তারা আরও জানান, ১২-১৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হবে। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকসহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের স্থান দেয়া হবে।
বক্তারা স্পষ্ট করে বলেন, "আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। জাতীয় নাগরিক পার্টি পরিবর্তনের ধারায় নতুনভাবে কাজ করবে। অনৈতিকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা দলে স্থান পাবেন না।"
সার্চ কমিটির সদস্যদের ফরিদপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে বলে জানান বক্তারা। পাশাপাশি ছাত্রসংসদ, যুবসংসদ ও এনসিপি প্রার্থীদের ক্রমান্বয়ে দলের বিভিন্ন পর্যায়ে স্থান দেয়ার কথাও উল্লেখ করেন তারা।
What's Your Reaction?






