আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা ভুল সিদ্ধান্ত, ভবিষ্যৎ সরকারও সংকটে পড়বে: শাহ মো. আবু জাফর
বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। তিনি সতর্ক করে বলেছেন, অতীতে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ যে ভুল করেছিল, এবার আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারকেও চরম পরিণতির মুখে পড়তে হতে পারে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শাহ মো. আবু জাফর জোর দিয়ে বলেন, ‘আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া গঠিত কোনো সরকারই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগের এখনো একটি বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। সাধারণ কর্মী ও সমর্থকরা কোনো অপরাধ বা দোষ করেননি; তারা কেবল নিজেদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী দল করেন। যদি তারা ভোট দিতে পারেন, তবে তাদের দলের প্রার্থী হতে বাধা কোথায়? তাই আমি মনে করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার স্বার্থে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচন করা উচিত ছিল।’
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রবীণ এই নেতা বলেন, তিনি রাজনৈতিক প্রয়োজনে একাধিকবার দল পরিবর্তন করেছেন এবং মোট দশবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করার স্মৃতিচারণ করে তিনি বলেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি অর্জন তিনি নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে ব্যয় করেছেন।
এলাকার উন্নয়নে নিজের সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করে শাহ মো. আবু জাফর বলেন, অতীতেও তিনি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও আমৃত্যু জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। মতবিনিময় সভায় তিনি এলাকাবাসীর সেবায় নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ