ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের কুমারশীল মোড়ের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আশরাফ আহমেদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
আলোচনায় বক্তারা বলেন, অতীত সরকারের আমলে অনেক সৎ ও দক্ষ সরকারি কর্মচারীকে বিনা কারণে স্থানান্তর করা হয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের অন্যায় সিদ্ধান্তের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে পরিষদ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
What's Your Reaction?






