ফরিদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

সারাদেশের মতো ফরিদপুরেও যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী সুমন কর বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম এবং জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান।
সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তারা সকলকে পরিচ্ছন্নভাবে হাত ধোয়ার সঠিক কৌশল চর্চা করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






