আত্রাইয়ে জনতার হাতে মোটরসাইকেল চোর আটক, পুলিশের কাছে সোপর্দ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 3, 2025 - 17:35
 0  4
আত্রাইয়ে জনতার হাতে মোটরসাইকেল চোর আটক, পুলিশের কাছে সোপর্দ

নওগাঁর আত্রাইয়ে জনতার সাহসিকতায় হাতেনাতে ধরা পড়েছে এক মোটরসাইকেল চোর। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার খোলাপাড়া এলাকায় নাটোর-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটককৃত চোরকে আত্রাই থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মো. মমিন ইসলাম তার মোটরসাইকেলটি খোলাপাড়ায় মহাসড়কের পাশে রেখে পার্শ্ববর্তী এক বাড়িতে ব্যক্তিগত কাজে যান। এ সময় রাজশাহী জেলার বিমানবন্দর থানার বায়া-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কুড়ানের ছেলে জিয়াউল হক (৪২) সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।

এ সময় মমিন ইসলামের মা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে মোটরসাইকেলসহ চোর জিয়াউল হককে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চোরকে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক জিয়াউল হককে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্থানীয়দের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা এ ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। জিজ্ঞাসাবাদে চোরের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow