শ্রীনগরে বাইচের কোষা নৌকা রাসেল এক্সপ্রেসের শুভ উদ্ধোধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Nov 3, 2025 - 17:39
 0  5
শ্রীনগরে বাইচের কোষা নৌকা রাসেল এক্সপ্রেসের শুভ উদ্ধোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাইচের নৌকা রাসেল এক্সপ্রেসের শুভ উদ্ধোধন করা হয়েছে। 

সোমবার বিকেল ৪ টায় উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকায়ন স্থানীয় ইমামের দোয়া মোনাজাতের মাধ্যমে এ বাইচের কোষা নৌকার শুভ উদ্ধোধন করা হয়। 

সৌদি আরব প্রবাসী রাসেল এর সার্বিক সহযোগীতায়  ৪ জন মিস্ত্রি ১৪ দিন কাজ করে ৬২ হাত দৈর্ঘ্যর রাসেল এক্সপ্রেস নামক বাইচের কোষা নৌকাটি প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরী করা হয়।

নৌকার মাঝি আনোয়ার হোসেন বলেন, আমাদের রাসেল এক্সপ্রেসওয়েস নৌকার সাথে সামনে বিভিন্ন নৌকার প্রতিযোগীতা হবে। আমরা যেকোন নৌকার সাথে প্রতিযোগীতা করে চ্যাম্পিন হব ইনশাআল্লাহ। 
উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন, স্থানীয় বাদশু মিয়া,শাহিন মাইজভাণ্ডারী, পাখি,বাবু, মনির,শকিল,সোহেল,সাফিন, মোসাঃ কাজল আক্তারসহ অনেকেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow