কাপ্তাইয়ে পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 3, 2025 - 17:17
 0  10
কাপ্তাইয়ে পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন। সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি কাপ্তাইয়ে পৌঁছালে উপজেলা পরিষদ চত্বরে ঢাক-ঢোল বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি মো. কায় কিসলু, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে তিনি শিলছড়ি এলাকায় অবস্থিত ৩৫ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ (৪র্থ ধাপ)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এদিন দুপুরে সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় হেডম্যান ও কার্বারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় শাসনব্যবস্থা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow