স্বপ্নের প্রাঙ্গণে প্রথম প্রভাত: আলীকদম কলেজের নব অভিযাত্রা
পাহাড়ি জনপদের বহু প্রত্যাশার পর অবশেষে বাস্তবে রূপ নিলো আলীকদম কলেজের স্বপ্ন। বান্দরবানের আলীকদম উপজেলায় নবনির্মিত কলেজ ভবনের উদ্বোধন ও শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে এক বর্ণাঢ্য আয়োজনে।
সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা ও আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি থানজামা লুসাই তাঁর বক্তব্যে বলেন, “আলীকদম কলেজ পাহাড়ি জনপদের তরুণদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এখান থেকেই গড়ে উঠবে শিক্ষিত ও সচেতন সমাজ।”
এ সময় তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষকদের বেতনের জন্য ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
স্থানীয়রা জানান, এক সময় আলীকদম কলেজ ছিল কেবল একটি স্বপ্নের নাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। তাঁদের আশা—এই কলেজ আলীকদমে শিক্ষার আলো আরও প্রসারিত করবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ