আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে দেড় লক্ষ পুলিশ সদস্য প্রস্তুত - ডিআইজি আহসান হাবীব পলাশ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 30, 2025 - 15:21
 0  5
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে দেড় লক্ষ পুলিশ সদস্য প্রস্তুত - ডিআইজি আহসান হাবীব পলাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আহসান হাবীব পলাশ বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, দেড় লক্ষাধিক পুলিশ সদস্য মাঠ পর্যায়ে কাজ করবেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান পুলিশ লাইনে পুলিশ সদস্যদের জন্য নবনির্মিত জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি আহসান হাবীব পলাশ আরও বলেন, “সমতল অঞ্চলের তুলনায় পাহাড়ি এলাকায় নির্বাচন পরিচালনা একটি কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। সন্ত্রাসী তৎপরতা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আগামী নির্বাচন পুলিশের মনোবল পুনরুদ্ধারের একটি বড় সুযোগ তৈরি করেছে। ৫ই আগস্টের পর যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এর আগে তিনি বান্দরবান পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow