ফরিদপুরে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর শহরে নিজ কক্ষ থেকে মোঃ অসীম আকরাম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার 'বর্ণমালা-১১' ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। অসীম আকরাম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, অসীম তার নিজের কক্ষের দরজা দীর্ঘক্ষণ না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার মা-বাবা ও বাসার দারোয়ান মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা অসীমকে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে বিছানার চাদর ও বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






