বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Oct 18, 2025 - 16:23
 0  3
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বোয়ালমারী উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বোয়ালমারী বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার থেকে ৬৮ জন ড্রাগিস্ট দোকানি উপস্থিত হয়ে তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বোয়ালমারী শাখার সভাপতি সৈয়দ মাজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুর রহমান মানিক, মোহাম্মদ মোস্তফা জামান জুয়েল, সদস্য রাকিব হোসেন শাওন, মোস্তফা মাহফুজ বুলু এবং বাবু কালা চাঁদ দাস।

বক্তারা তাঁদের বক্তব্যে বোয়ালমারীতে ওষুধের মান নিয়ন্ত্রণ ও অবৈধ বিক্রি বন্ধের ওপর জোর দেন। তাঁরা বলেন, বোয়ালমারীতে কোনো লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি করতে দেওয়া হবে না। কিছু মুদি দোকানে অবৈধভাবে ওষুধ বিক্রির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং ওষুধের এমআরপি (MRP) মূল্যে বিক্রয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে বোয়ালমারী উপজেলা শাখার জন্য মীর ফার্মেসীর স্বত্বাধিকারী সৈয়দ মাজেদ আলীকে সভাপতি এবং তান ফার্মেসীর স্বত্বাধিকারী রাসেল আহমেদকে সিনিয়র সহসভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow