বোয়ালমারী বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জয় কুমার সাহা। একই সঙ্গে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমরান হোসাইন।
উপজেলা বিএনপি কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১০ জন—খন্দকার নাজিরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মো. শামসুদ্দিন মিয়া (ঝুনু), মো. শামচু মৃধা, মো. মিজানুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. আজম মৃধা, মো. মাহবুবুর রশিদ হেলাল, মো. ইকরাম হোসেন ও মিনাজুর রহমান লিপন।
কোষাধ্যক্ষ করা হয়েছে অমিত সাহাকে এবং সহ-কোষাধ্যক্ষ গোপাল সাহাকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হাছিবুজ্জামান শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, খালিদ মাহমুদ দুলাল ও সৈয়দ ফারুক হোসেন। দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক কোমল সাহা। কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৪৯ জন।
এদিকে, ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ১০ জন—খাঁন আতাউর রহমান, কাজী কামরুল হক (মিজান), মো. সাইফুর রহমান, মো. নিজাম খান, স্বপন কুমার সাহা, শহীদ উদ্দিন দিপু, রওশন মোল্যা, মো. আমিনুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. এনামুল হক মটু। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ৫০ জনকে।
ঘোষিত কমিটি অনুমোদনের পৃথক দুটি পত্রে উল্লেখ করা হয়েছে, “নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইল।”
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ