ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ দুজন নিহত, আহত ৮

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 24, 2025 - 14:39
 0  4
ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ দুজন নিহত, আহত ৮

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুতগতিতে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একই লেনে ঝিনাইদহগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিনকে (৩০) মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সংঘটিত দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow