আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু
নওগাঁর আত্রাইয়ে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫ হাজার কৃষকের মাঝে ধাপে ধাপে বিনামূল্যে এই উপকরণ বিতরণ করা হবে। প্রতিটি কৃষক এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর—এই সাতটি ফসলের আবাদে কৃষকদের সহযোগিতা দেওয়া হচ্ছে। গমের জন্য ৪০০ জন কৃষককে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সরিষার জন্য ৪ হাজার ৪০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। সূর্যমুখীর জন্য ২০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। চিনাবাদামের জন্য ১০০ জন কৃষক ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। শীতকালীন পেঁয়াজের জন্য ২০ জন কৃষক ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। মুগের জন্য ১০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে এবং মসুরের জন্য ৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নূরে আলম সিদ্দিক বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আমি আশা করি, কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার ব্যবহার করে রবি মৌসুমে বাম্পার ফলন অর্জন করবেন। কৃষির এই অগ্রগতি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, “প্রতিটি কৃষককে এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় সার ও উন্নতমানের বীজ প্রদান করা হচ্ছে। এতে ফসলের গুণগত মান ও উৎপাদন উভয়ই বাড়বে। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছেন।”
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ