অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান জেলা পরিষদ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 29, 2025 - 16:26
 0  6
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান জেলা পরিষদ

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান মালিকের পাশে দাঁড়িয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

বুধবার দুপুরে বলিবাজারের নবনির্মিত জেলা পরিষদের বাজার সেট প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের অন্যতম সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো।

এ সময় প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ১৫ হাজার টাকার চেক, খামলাই ম্রোর ব্যক্তিগত অনুদান হিসেবে ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা নগদ এবং ২৬ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। সর্বমোট ২ লাখ ২১ হাজার টাকার এই এককালীন সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। তিনি বলেন, “এটি ছিল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের মতোই। একজনের অসাবধানতায় অনেকের ক্ষতি হয়েছে। আগুন আমাদের নিত্যপ্রয়োজনীয়, তবে এর ব্যবহারে সতর্ক না হলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। সবারই উচিত সচেতনভাবে ব্যবহারের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা এড়ানো।”

তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়টি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। ইতোমধ্যে তিনি জেলা পরিষদের সভাকক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কৃষি ও সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকদের নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য, যাতে তারা দ্রুত ব্যবসা পুনরায় শুরু করতে পারেন।

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি জিও-এনজিও ও সমাজের বিত্তবানদেরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক বলিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটির সভাপতি জাফর আহম্মদ, ইউপি সদস্য সজল কর্মকার, ব্যবসায়ী বুলবুল পাল, বিএনপির বলিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মংসিংউ মারমা, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, জগদ দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্তদের হাতে জেলা পরিষদের অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow