মৎস্য সম্পদ রক্ষায় আত্রাইয়ের খালে অভিযান, অবৈধ সুতিজাল উচ্ছেদ ও ধ্বংস

নওগাঁর আত্রাইয়ে প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে অবৈধ সুতিজাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াবাড়ী খালে এই অভিযান চালানো হয়।
উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খালটিতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে সুতিজাল পেতে মাছ শিকার করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়।
বৃহস্পতিবার দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে খাল থেকে বেশ কয়েকটি অবৈধ সুতিজাল অপসারণ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। এসময় তাকে সহযোগিতা করে আত্রাই থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, "প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধে আমাদের এই অভিযান। এটি একটি চলমান প্রক্রিয়া এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান জানান, "কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল ব্যবহারের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। সুতিজালের মতো ধ্বংসাত্মক ফাঁদ ব্যবহার করা হলে তা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত করে। খালটিতে যেন পুনরায় কেউ অবৈধভাবে মাছ শিকার করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।"
What's Your Reaction?






