ফরিদপুরে সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনের উপর নৃশংস হামলা এবং অন্যান্য সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এই সাংবাদিক সমাবেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত সাংবাদিকরা দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক খোলা কাগজ ও মাইটিভির প্রতিনিধি (হামলার শিকার) মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ এবং আক্তারুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের একটি শান্তিপূর্ণ সমাবেশ থেকে দুর্বৃত্তরা দৈনিক খোলা কাগজ ও মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় আরও তিনজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
What's Your Reaction?






