নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার গ্রেফতারে এনসিপি নেতার ফেসবুক স্ট্যাটাস

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Oct 25, 2025 - 19:05
 0  24
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার গ্রেফতারে এনসিপি নেতার ফেসবুক স্ট্যাটাস

মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনের গ্রেফতারের প্রতিবাদে এনসিপি নেতা মুশফিকুর রহমান রঞ্জুর ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজার থেকে আবু সাঈদ সরদার লিখনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেও তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, লিখনের গ্রেফতারের পরই মাদারীপুর জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও জেলা কমিটির সদস্য মুশফিকুর রহমান রঞ্জু নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, “ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক লিখনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে! তাহলে এটি কি মিথ্যা হয়রানি নয়? এমন রাজনীতি আমরা এ দেশে চাই না। দেশের আইন প্রশাসন কোন পথে হাঁটছে?”

এনসিপি নেতার এ মন্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। অনেকেই তার এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন।

এলাকার সচেতন মহল ও নাগরিক সমাজের একাধিক ব্যক্তি বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতার পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেওয়া দায়িত্বশীল রাজনৈতিক নেতার জন্য অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, মুশফিকুর রহমান রঞ্জু মাদারীপুর জেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির অন্যতম সদস্য। গত ১৫ জুন ২০২৫ তারিখে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতার পক্ষে এমন স্ট্যাটাস এনসিপির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow