কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কেপিএম স্কুলে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ‘খালেদা মুজাহিদ টেক সেন্টার’-এর উদ্বোধন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ‘খালেদা মুজাহিদ টেক সেন্টার’। রবিবার (৪ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘যত্ন ফাউন্ডেশন’-এর অর্থায়নে এবং ‘প্যারাডাইস শিফট এডুকেশন ইনক’-এর বাস্তবায়নে নির্মিত এই প্রকল্পটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে কেপিএম স্কুল কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ল্যাবটির শুভ সূচনা করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদুল্লাহ। কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যত্ন ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসরিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। এই যুগে টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞানের কোনো বিকল্প নেই। এই টেক সেন্টার স্থাপনের ফলে শিক্ষার্থীরা এখন হাতে-কলমে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
কেপিএম স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কেপিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যত্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মূলত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদী কারিগরি প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনাও রয়েছে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ