বেগমগঞ্জ চৌমুহনীতে হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হাসপাতালে হামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এক মানবন্ধন আয়োজন করা হয়।
৪ জানুয়ারি রোববার সকাল ১১ টায় চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়োগষ্টিক এন্ড ওর্নাস এসোসিয়েশান ও এপেক্স কেয়ার হসপিটালের যৌথ উদ্যেগে এ মানবন্ধন হয়।
অভিযোগে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সন্ধা সাড়ে ছয়টার দিকে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর রাবেয়া হাসপাতাল (প্রাঃ) এ একদল সন্ত্রাসী লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কর্মকর্তা কর্মচারী সহ কয়েকজনকে জিম্নী করে ভাঙচুর, লুটপাট করে। এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এসময় হাসপাতালে রোগীরা ও অফিসের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় তোফাজ্জল হোসেন ফারুক সহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
ডাঃ মোঃ আবু নাছের তার বক্তব্যে বলেন কিছুদিন ধরে চৌমুহনী সহ বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা কয়েকটি হাসপাতালে হামলা চালিয়ে বহু ক্ষয়ক্ষতি করেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা আতঙ্কে রয়েছে। এর প্রতিবাদে উর্দ্ধতন মহলের নিকট অভিযোগ ও নিরাপত্তার দাবি জানানো হয়। কিন্তু অদ্যবদি কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। একারনে সারাদেশে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই ঘটনার সাথে জড়িতদের অনতিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ