কুবিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৬তম আবর্তন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 9, 2025 - 19:43
 0  16
কুবিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৬তম আবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের "আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এ চ্যাম্পিয়ন হয়েছে ১৬তম আবর্তন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩.টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে ম্যাচটি ০-০ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৫ মিনিটে করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে নেয় ১৬তম আবর্তন।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি. এম. আজমল আলী কাওসার এবং বিভাগের ক্লাব কনভেনার ও সহযোগী অধ্যাপক মোঃ মাহবুব আলম।

বিভাগীয় প্রধান অধ্যাপক জি. এম. আজমল আলী কাওসার বলেন— “খেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আন্তরিকতা, বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ছোট ছোট টুর্নামেন্টগুলো আসলে বড় টুর্নামেন্টের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এর মাধ্যমে আমরা নতুন প্রতিভা আবিষ্কার করতে পারি, যারা ভবিষ্যতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আমাদের বিভাগকে এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। পাশাপাশি খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবে। আমার প্রত্যাশা, আমার খেলোয়াড়রা এই ধারাবাহিকতা ধরে রেখে বিভাগকে গৌরবান্বিত করবে।”

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৫তম থেকে ১৯তম আবর্তনের প্রায় ৫০ জন খেলোয়াড়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow