ইন্দুরকানীতে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 9, 2025 - 19:53
 0  8
ইন্দুরকানীতে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্থানীয় জলাশয়, বর্ষা-প্লাবিত ধানক্ষেত ও সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জনগণের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ এবং মৎস্যচাষিদের আয় বৃদ্ধি করা।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহাদ রহমান জানান, উপজেলার ১৮টি প্রতিষ্ঠান ও ২টি মৎস্য অভয়াশ্রমে মোট ৭২২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এ কার্যক্রমের ফলে এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow