সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন সালথা স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jan 11, 2026 - 15:39
 0  5
সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন সালথা স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। বুলবুল হোসেন ওই এলাকার মৃত মোকসেদ মাস্টারের ছোট ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুলবুল হোসেন বলেন, ‘‘২০২২ সালে আমাকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব পালনকালীন সময়ে আমি দল থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।’’

পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘আজ আমি কোনো প্রকার চাপ বা প্রলোভনে পড়ে নয়, বরং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে এবং স্বেচ্ছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করছি।’’

ভবিষ্যতে রাজনীতির মাঠে তাকে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনের সময় বুলবুল হোসেনের পরিবারের সদস্যবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow