ব্রাহ্মণবাড়িয়ায় সারের বাজারে অনিয়ম: দুই ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Sep 22, 2025 - 18:06
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় সারের বাজারে অনিয়ম: দুই ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের জগত বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাকে সহযোগিতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তার প্রতিনিধিরা।

অভিযানকালে দেখা যায়, 'মেসার্স সাইফুল ইসলাম' নামের একটি প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদন ছাড়াই উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি ২১ টাকা কেজি দরের টিএসপি সার ৫০ টাকায়, ২৭ টাকার ইউরিয়া সার ৩৬ টাকায় এবং ২০ টাকার এমওপি সার ২৫ টাকায় বিক্রি করছিল। এছাড়া, প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো বৈধ লাইসেন্স ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পাশাপাশি, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে সরকারি সার সরবরাহ করার অপরাধে 'মেসার্স রুহুল আমিন ভূঁইয়া' নামক এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পর প্রতিষ্ঠান দুটি তাদের দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, "ব্যবসায়ীদের অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে এবং দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।" তিনি আরও যোগ করেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow