মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ষোলঘর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উমপাড়া এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইউনিয়নের সভাপতি প্রার্থী জাকির হোসেনসহ অন্যান্য পদপ্রত্যাশীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন, যা সম্মেলনটিকে এক ভিন্ন মাত্রা যোগ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক রজিনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আল হাসান এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রনি চৌধুরী।
এছাড়াও, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






