ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর এক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী সমবেত হয়েছে। এই খবরের ভিত্তিতে র্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের তুহিন হোসেন (২৫)। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের নানা জেলায় বিক্রি করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






