পিরোজপুরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘরের পাশের ডোবা থেকে বেলায়েত হোসেন বেলাল (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের পূর্ব বালিপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেলাল ওই গ্রামের ইসকেন্দার আলী শেখের বড় ছেলে এবং পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেলাল ঢাকায় মাইক্রোবাস চালাতেন এবং শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি ছুটিতে বাড়িতে আসেন। বুধবার দুপুরে তিনি তার শিশু ভাগ্নেকে দিয়ে গাছ থেকে সুপারি পাড়ান এবং ঘরের পাশের ডোবার ধারে বসে সেই সুপারি ছাড়াচ্ছিলেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে তার দেহ ভাসতে দেখে তারা লাশ উদ্ধার করেন।
নিহতের মা জানিয়েছেন, বেলাল দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক করেছেন। তার ধারণা, ডোবার পাশে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা আরও জানান, বেলালের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
খবর পেয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের মা ও স্ত্রীর মতে, বেলায়েত মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং সে কারণেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






