পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পিরোজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারত করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের নেতৃত্বে পিরোজপুর জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী এবং ঢাকায় অবস্থানরত পিরোজপুরের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।
কমিটির প্রতিনিধি দল মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ করেন এবং জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব এবং এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






