ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম দিনে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 2, 2026 - 23:44
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম দিনে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন হাবিবুর রহমান ও নজরুল ইসলাম।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মোঃ কাজী জাহাঙ্গীর। তবে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের দাখিল করা ওই স্বাক্ষরের তালিকায় ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচনী আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আগামীকাল শনিবার বাকি তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow