খিরাতলা গ্রামের প্রবাসী যুবকদের উদ্যোগে মসজিদের ইমামকে ওমরা হজ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jan 2, 2026 - 23:31
 0  3
খিরাতলা গ্রামের প্রবাসী যুবকদের উদ্যোগে মসজিদের ইমামকে ওমরা হজ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

‎খিরাতলা গ্রামের প্রবাসী যুবকদের ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগে খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে ওমরা হজ আদায়ের জন্য বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎খিরাতলা গ্রামের প্রবাসী যুবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে দ্বীনের খেদমতে নিয়োজিত এই আলেমকে ওমরা হজ আদায়ের সুযোগ করে দিতে পেরে প্রবাসী যুবকরা নিজেদের ধন্য মনে করেন।

‎০২ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আবেগঘন বিদায়ী সংবর্ধনা। এ সময় ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তাঁর অনুভূতিপূর্ণ বক্তব্যে প্রবাসী যুবকবৃন্দসহ গ্রামের সকল মুসল্লি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করে ওমরা হজ পালনের উদ্দেশ্যে বিদায় গ্রহণ করেন।

‎পরে তিনি গ্রামের সর্বস্তরের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানযোগে তিনি পবিত্র ওমরার উদ্দেশ্যে যাত্রা করবেন।

‎বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে খিরাতলা গ্রামের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

‎এছাড়াও সিংগারবিল ইমাম পরিষদের সভাপতি ও সেক্রেটারিসহ উপস্থিত ওলামায়ে কেরাম এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসী যুবকদের জন্য দোয়া করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হারিজ মিয়া, বিশিষ্ট সালিশকারক মোঃ মামুনুর রশীদ, হাজী কামাল হোসেন, কেশিয়ার মাওলানা আলাউদ্দিন, মোঃ হাছান আলী, মোঃ সিরজন মিয়া, ডেন্টাল কেয়ার চিকিৎসক ডাঃ মোঃ জুবায়ের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মঞ্জু মিয়া, সাংবাদিক শামীম উসমান গণী, মোঃ মুসলিম মিয়া, হাফেজ ওমর ফারুক, হাফেজ সাদেকুল ইসলামসহ আরও অনেকে।

‎এছাড়াও সিংগারবিল ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আহমদ হোসাইন, মাওলানা আবু সালেহ নোহাব, মুফতি আমিনুল ইসলাম, মাওলানা কারী মানছুরুল হক, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা কারী জাহিদুল ইসলাম, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আমজাদ হোসেনসহ বহু ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎খিরাতলা গ্রামের প্রবাসী যুবকবৃন্দের পক্ষ থেকে এক বক্তব্যে জানানো হয়, এই সংবর্ধনা কোনো প্রদর্শনের জন্য নয়; বরং একমাত্র উদ্দেশ্য আল্লাহ তায়ালাকে রাজি ও খুশি করা। তারা বলেন, এই উদ্যোগের ভিডিও ও সংবাদ দেখে যেন সারা বাংলাদেশের প্রতিটি গ্রাম, গঞ্জ ও পাড়ায় মানুষ উদ্বুদ্ধ হয় এবং নিজ নিজ এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ওমরা হজের ব্যবস্থা করে।

‎প্রবাসী যুবকরা আরও বলেন, আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন খুব সীমিত বেতন-ভাতার মধ্যে সংসার চালাতে হিমশিম খান। এমন অবস্থায় পবিত্র ওমরা হজ আদায়ের স্বপ্ন তাঁদের পক্ষে একা পূরণ করা প্রায় অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তারা।

‎পরিশেষে প্রবাসী যুবকবৃন্দ সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁদের ভবিষ্যতেও এ ধরনের আরও কল্যাণকর ও মানবিক কাজ করার তাওফিক দান করেন—এটাই খিরাতলা গ্রামের প্রবাসী যুবকদের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow